প্রতিনিধি ২০ নভেম্বর ২০২০ , ৫:৩৪:৪৩ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক ॥ সম্পাদক পরিষদ, বরিশাল এর নাম পরিবর্তন করা হয়েছে। এর নামকরন করা হয়েছে ‘সম্পাদক পরিষদ বরিশাল বিভাগ। গতকাল শুক্রবার সম্পাদক পরিষদ, বরিশাল এর এক জরুরী সভায় নতুন নামকরণের এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদক পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল।
সভার মূল আলোচ্য বিষয় ছিল সম্পাদক পরিষদ, বরিশাল এর নাম পরিবর্তন প্রসঙ্গে। সম্প্রতি বরিশালের দৈনিক পত্রিকার সম্পাদকদের নিয়ে সম্পাদক পরিষদ, বরিশাল নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। ইতিমধ্যেই সংগঠনের ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়। যার মাধ্যমে সংগঠনের নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়ে চারিদিকে। ফলে বরিশাল বিভাগের অপর পাঁচটি জেলা যেমন- ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার দৈনিক পত্রিকা সমূহের সম্পাদকবৃন্দ সম্পাদক পরিষদ বরিশালের বিস্তৃতি প্রসারিত করার লক্ষ্যে চিঠি মারফত ‘সম্পাদক পরিষদ বরিশাল’কে অনুরোধ জানিয়েছেন।
সভায় বর্ণিত চিঠির মর্ম উপলব্ধি করে সম্পাদক পরিষদ বরিশালের নাম পরিবর্তন করে ‘সম্পাদক পরিষদ বরিশাল বিভাগ’ নাম প্রস্তাব করা হয়। এরপর সভায় সর্বসম্মতিক্রমে সম্পাদক পরিষদ বরিশালের নাম পরিবর্তন করে ‘সম্পাদক পরিষদ বরিশাল বিভাগ’ করা হয়েছে।