প্রতিনিধি ১৬ জুন ২০২১ , ১:৪৫:৩৪ প্রিন্ট সংস্করণ
ঝালকাঠীর কাঠালিয়া থানার মানবপাচার প্রতিরোধ দমন আইনের মামলার আসামি প্রদীপ কুমারকে (৩২) বরিশাল নগরী থেকে গ্রেফতার করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর রূপাতলী থেকে তাকে গ্রেফতার এবং ভিকটিম বিপাশা রানী সাধককে (২৮) উদ্ধার করে তারা। মঙ্গলবার রাতে বরিশাল সিআইডি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাঠালিয়া থানার উত্তর আমুয়া গ্রামের বিপাশা রানী সাধককে অপহরণ করে একই এলাকার প্রদীপ কুমার। পরে তাকে নিয়ে ভারতে চলে যায়।
কিছুদিন আগে দেশে ফিরে আসে তারা। এদিকে বিপাশা রানী সাধককে অপহরণ করে ভারতে পাচারের অভিযোগে গত ৯ মে কাঠালিয়া থানায় মানবপাচার প্রতিরোধ দমন আইনে একটি মামলা দায়ের করে তার পরিবার। ওই মামলার আসামি হিসেবে গতকাল সন্ধ্যায় নগরীর রূপাতলী থেকে প্রদীপ কুমার গ্রেফতার এবং বিপাশা রানী সাধককে উদ্ধার করে সিআইডি।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন অভিযান পরিচালনাকারী সিআইডি’র পরিদর্শক মো. আবু মুছা খন্দকার।