প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২১ , ৮:২৩:২৩ প্রিন্ট সংস্করণ
বরগুনা পৌরসভা নির্বাচনে মোসা. জেসমিন আক্তার নামে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীকে মোটরসাইকেল চাপা দেয়ার অভিযোগ উঠেছে।
মারাত্মক আহত অবস্থায় চশমা প্রতীকের প্রার্থী জেসমিন আক্তারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় গণসংযোগে বের হন জেসমিন। সোনাখালী নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তখন হেলমেট পরিহিত এক মোটরসাইকেলচালক তাকে অনুসরণ করে। সুযোগ বুঝে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
মোটরসাইকেলের পেছনে আনারস মার্কার স্টিকার লাগানো ছিল। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বরগুনা সদর হাসপালে ভর্তি করেন।
আহত জেসমিনের ভাই ইমরান বলেন, আমার বোন নির্বাচনে সবার চেয়ে এগিয়ে রয়েছেন। তাকে হত্যা করার জন্য প্রতিপক্ষ গাড়িচাপা দিতে পারে। মোটরসাইকেল চালককে চিনতে না পারলেও আনারস মার্কার স্টিকার লাগানো ছিল। এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আমি অভিযোগ দিয়েছি। থানায়ও অভিযোগ দেয়ার প্রক্রিয়া চলছে।
বরগুনা সদর থানার পরিদর্শক কাজী ওবায়দুল বলেন, অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশে আমি হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটা নিছক দুর্ঘটনা নাকি নাশকতা এ বিষয়ে তদন্ত চলছে।