বরিশাল

জাহিদ ফারুক শামীমকে ফুলেল শুভেচ্ছা জানান হিরণপুত্র

  প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৪ , ২:২৯:৫৭ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক॥ বরিশাল-৫ সদর আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম। রোববার দিনভর ভোট শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম এই আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

 

এনিয়ে টানা দুইবার জাহিদ ফারুক সদর আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হলেন। বিজয়ী হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি কর্পোরেশনের সাবেক প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণ ও সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ হিরণ দম্পতির সন্তান মো: রাফসান হোসেন সাজিদ।

 

রোববার (৭ জানুয়ারি) ফলাফল ঘোষণার পর রাত ৯ টার দিকে সার্কিট হাউজ সংলগ্ন প্রধান নির্বাচনী কার্যালয়ে সর্বপ্রথম শুভেচ্ছা জানান তিনি। এ সময় জাহিদ ফারুক তাকে ধন্যবাদ জানিয়ে কুশল বিনিময় করেন।

 

এদিকে এরআগে গত ৪ জানুয়ারি বিকেলে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হিরণ নগরের বাসিন্দারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালিয়েছিলেন সাজিদ। এ সময় তিনি হিরণ নগরের ৩ শতাধিক মানুষের খোঁজ খবর নেন। পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রতিটি ঘরে গিয়ে নৌকা প্রতীকে ভোট চেয়ে পুনরায় বিজয় করতে আহবান জানান।

 

উল্লেখ্য, ফলাফল অনুযায়ী বরিশাল সদর আসনে ১৭৬টি কেন্দ্রে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নৌকা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৭০৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন রিপন ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৩৭০ ভোট। জাহিদ ফারুক প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬২ হাজার ৩৩৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

আরও খবর

Sponsered content