প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২০ , ৫:০৪:৩৭ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক রাজাপুর :-
বৈদ্যুতিক শর্টসার্কিটে পুড়ে গেলো দিনমজুরের শেষ আশ্রয়স্হল। ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্ত খালি গ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে আবু হানিফের বসত ঘর বৈদ্যুতিক শর্টসার্কিটে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। আজ (৩০-০৪-২০২০) রাত ০৯ঃ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। স্হানীয় লোকজনের প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে শেষ হয়ে যায় অসহায় দিনমজুরের মাথা গোঁজার ঠাঁই টুকু। এ অবস্থায় আর্থিক সহায়তার পাশাপাশি নতুন আবাসস্থল তৈরি করার জন্য সমাজের বিত্তবান সহ প্রশাসনের সাহায্য কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি।
উল্লেখ্য করোনা ভাইরাসের কারনে কর্মক্ষম হয়ে গত ২৩-০৪-২০২০ তারিখ পরিবারের একমাত্র উপার্জনক্ষম আবু হানিফ পাশের বাড়ীর নারিকেল গাছ থেকে পরে কোমড়ে চোট পাওয়ায় বন্ধ হয়ে যায় উপার্জন। স্হানীয় বিত্তবানের উদ্যোগে কোনমতে চলতেছিলো বৃদ্ধ মা সহ ০৬ জনের সংসার।