Uncategorized

নলছিটিতে ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০১৯ , ১০:৫৪:৪৫ প্রিন্ট সংস্করণ

নলছিটিতে ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার

 

ঝালকাঠির নলছিটি থানায় ডাকাতি মামলার এক পলাতক আসামিকে ৭ (সাত) বছর পর
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মো. ইউসুফ শিকদার ওরফে ইউসুফ মেকার (৫০) নামের ওই আসামিকে গত শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করেন নলছিটি থানার এএসআই মো. জসিম উদ্দিন।

আজ শনিবার দুপুরে তাকে নলছিটি থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইউসুফ শিকদার উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের আব্দুল কাদের শিকদারের ছেলে।

এএসআই মো. জসিম উদ্দিন জানান, ইউসুফ মেকার নলছিটি থানায় দায়েরকৃত ডাকাতি মামলার (জিআর-৪০/১২) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাকে গ্রেফতার করে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content