অতিথি কলাম

আমি তোমাকেই চাই

  প্রতিনিধি ৭ জুন ২০২৪ , ১২:২২:১২ প্রিন্ট সংস্করণ

মনে আছে, তোমার সাথে যেদিন
প্রথম দেখা হয়েছিল
ওই রিমঝিম বৃষ্টির দিনে
সেদিন থেকে শুধু এই পরানে
তোমারই আনাগোনা ছিল,
আমি না রোজই তোমার জন্যে
অপেক্ষা করি তুমি আসবে বলে,
কিন্তু দিন‌ শেষ হয়ে সন্ধ্যা হয়,
রাত্রি হয় তবু তোমার দেখা
মেলে না।
তুমি চলে যাওয়ার পর কতটা কষ্টে
আছি জানো, প্রতিটি মুহূর্ত আমার
কাছে মনে হয় হাজারো বছর।
আমি তোমার জন্য আজও
ওই নদীর তীরে অপেক্ষা করি,
যেখানে দুজন কত কথা বলেছি
আজ তুমি নেই, কিন্তু তোমার
স্মৃতি আছে আমার কাছে
তুমি আমাকে ছেড়ে চলে গেলেও
আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে
পারি না।
দিন শেষে মনে হয়, তুমি শুধু আমার,
আর আমি তোমার
তোমার হয়ত অন্যকে হলে চলবে
কিন্তু আমার শুধু তোমাকেই লাগবে
আমি তবুও নির্লজ্জের মতো
তোমাকেই চাই, এবং চাইবো।

লেখক: সালমান সেলিম।
জামালপুর।

আরও খবর

Sponsered content