প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০১৯ , ৩:২৯:৫০ প্রিন্ট সংস্করণ
বরিশাল অফিস :-
দীর্ঘ ৭ বছর পর আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে সাজ সাজ রব উঠেছে। এরই মধ্যে ব্যানার-ফেষ্টুন ও তোরণে নতুন সাজে সেজেছে বরিশাল নগরী।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা।ব্যানার-ফেষ্টুন ও তোরণে ছেয়ে গেছে পাড়া-মহাল্লা এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে। প্রতিটি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ দলীয় কর্মীরা দিনরাত ব্যানার-ফেষ্টুন ও তোরণ লাগানোর কাজে ব্যস্ত। তবে, নগরীর বিভিন্ন স্থানের প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীমের সমার্থকদের লাগানো ব্যানার-ফেষ্টুন রাতের আঁধারে কে বা কারা ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন প্রতিমন্ত্রীর সমার্থক নেতা কর্মীরা।
শুক্রবার সকালে নগরীর বান্দ রোডের বরিশাল অডিটোরিয়াম সংলগ্ন, নথুল্লাবাদ, চৌমাথাসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে রাতের আঁধারে কে বা কারা পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীমের সমর্থকদের লাগানো কয়েকটি ব্যানার ছিড়ে ফেলেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ)জাহিদ ফারুক শামীম সমর্থিত একাধিক আওয়ামীলীগ নেতা জানান,আওয়ামীলীগ কারো একার সম্পত্তি না, আসন্ন কাউন্সিল নিয়ে প্রতিমন্ত্রী সাহেবের শুভেচ্ছা ব্যানার কে বা কাহারা ছিড়ে ফেলেছে যা সত্যি খুবই দুঃখ জনক। যারা এরকম ন্যাক্কারজনক কাজ করেছেন তাদের বলতে চাই প্রতি হিংসার রাজনীতি বাদ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শ বুকে ধারন করে শেখ হাসিনার নেতৃত্বে একত্রীত হয়ে আওয়ামীলীগকে আরো শক্তিশালী করুন। তারা জানান, এ ধরনের ন্যাক্কারজনক কাজ যারা করতে পারে তাদের নীতি নৈতিকতা বলতে কিছু নেই।