বরিশাল

ত্রান প্রতিমন্ত্রীকে নিয়ে অপপ্রচার করায় ৩ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

  প্রতিনিধি ১০ জুলাই ২০২৪ , ৪:২২:৫৮ প্রিন্ট সংস্করণ

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), default quality

সাইফুল শান্ত ॥ বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে দিয়ে হেয় প্রতিপন্ন ও মান সম্মান ক্ষুন্ন করায় ৩ জনের বিরুদ্ধে বরিশাল বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

 

বুধবার (১০ জুলাই) প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী মোঃ মহিবুল্লাহ বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।

 

মামলার আসামীরা হলেন- যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল ইসলাম সোহাগ, মহিপুর থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ বিল্লাহ নাসিম ও যুবলীগ নেতা রনি হোসেন রকি।

 

মামলার সূত্রে জানা যায়- আসামীরা লম্পট, বখাটে ও অসৎ প্রকৃতির লোক বটে। মামলার বাদি মোঃ মহিবুল্লাহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন। ঘটনার দিন মোঃ মহিবুল্লাহ তার নিজ বাড়িতে অবস্থানকালে দেখতে পান আসামীরা ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। আসামী শামীম আল সাইফুল ইসলাম সোহাগের নির্দেশে অন্যান্য আসামীরা প্রচারিত ভিডিওতে বিনানুমতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রীর ব্যক্তিগত ছবি ও পরিচয় বিনানুমতিতে পরিচিতি তথ্য সংগ্রহ ও ব্যবহার করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রীকে হেয় প্রতিপন্ন ও মান সম্মান ক্ষুন্ন করার জন্য আসামীরা দেশের সকল আইন কানুন সম্পর্কে অবগত থেকেও কোনোরূপ আইনের তোয়াক্কা না করে ডিজিটাল বা ইলেকট্রনিক প্রতারনার মাধ্যমে নিজ নিজ ফেইজবুক আইডিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে ও অনুমতি ব্যতিরেকে প্রতিমন্ত্রীর ভিডিওর ছবির তথ্যের পরিবর্তন ও মুছে ফেলে প্রতিমন্ত্রীর ছবি এডিট ও সুপার এডিট করে প্রতিমন্ত্রীর ছবির সাথে নতুন কোনো ব্যক্তি বা নারীর ছবি বসিয়ে নিজ ও অন্য ব্যক্তির সুবিধা লাভের উদ্দেশ্যে নতুন তথ্যের সংযুক্ত করে ক্ষতি ও মানসম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে ফেইজবুকে প্রচার করেছেনে। প্রতিমন্ত্রীর অনুমতি ব্যতিত তার ছবি ও পরিচিতি ব্যবহার করে আসামীরা তাদের নিজ নিজ ফেইজবুক আইডি দিয়া এমন তথ্য প্রচার করায় আইন শৃংখলার অবনতি ঘটানোসহ সমাজে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে শত্রুতা ঘৃনা ও বিদ্বেষ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করে। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও সরকারের বিভিন্ন মহলের দৃষ্টি গোচর হওয়ায় এবং সকলের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। নতুবা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রীর চরম ভাবে ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে।

 

সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোঃ গোলাম ফারুক যাচাই বাছাই শেষে মামলাটি গ্রহন করে কলাপাড়া থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাইবার ট্রাইবুনাল পেশকার মোহাম্মদ নাজমুল হাসান। পাশাপাশি তিনি এ সকল তথ্যের সত্যতা যাচাই করেছেন বলে জানান।

আরও খবর

Sponsered content