বরিশাল

বরিশালে আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে নবীন বরন অনুষ্ঠিত

  প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৫ , ৫:৪৭:৪৯ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদকঃ
বরিশালে আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে নবীন বরন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

১২ ই জানুয়ারী রবিবার সকাল ১০ ঘটিকায় বরিশাল নগরীর মেজর এম.এ. জলিল সড়ক বটতলায় অবস্হিত ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চৌকস ও মেধাবী শিক্ষার্থী গঠনে অবিরাম প্রচেষ্টার মধ্যদিয়ে নবাগত সকল কোমল ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা।

নবীন বরন উপলক্ষে শিক্ষক-শিক্ষিকাদের পরিচিতি পর্ব এবং শিক্ষার্থীদের পরিচিতি পর্ব ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মুহাম্মদ মুয়াজ্জেম হোসাইন, প্রতিষ্ঠাতা ও পরিচালক। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকারা স্বতঃস্ফূর্ত ভাবে নবীন বরন অনুষ্ঠানে অংশ নেয়।উল্লেখ্য অত্র প্রতিষ্ঠানে বর্তমানে প্লে – ১০ম শ্রেনী পর্যন্ত পাঠদান করা হয়ে থাকে,পর্যায় ক্রমে দ্বাদশ শ্রেণি পর্যন্ত।

২০০১ সালে উন্নত পরিবেশ ও সর্বাধুনিক শিক্ষা পদ্ধতি এবং কোমলমতি শিশুদের মাতৃস্নেহে মেধাবিকাশের জন্য বরিশালে পথচলা শুরু করে এই প্রতিষ্ঠান। যা বর্তমানে শিক্ষার্থীদের উজ্জল ভবিষৎ গড়ায় ভূমিকা রাখছে পুরো বরিশাল বিভাগ জুড়ে।

নবীন বরনকে পুরো প্রতিষ্ঠানকে সাজানো হয় বর্নিল সাজে। প্রতিটি শ্রেনীকে ফুল ও বেলুন দিয়ে সাজিয়ে ক্ষুদে শিক্ষার্থীরা যারা এই বছরে নতুন ভর্তি হয়েছে তাদের জন্য চমকপ্রদ ও প্রানবন্ত করে তোলার চেষ্টা চালায় কর্তৃপক্ষ। নবীন বরনকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলায় পরিনত হয় পুরো প্রতিষ্ঠান জুড়ে।

আরও খবর

Sponsered content