Uncategorized

ঝালকাঠিতে গভীর রাতেও অসহায় ক্ষুধার্তদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছে জেলা প্রশাসন !

  প্রতিনিধি ১ মে ২০২০ , ১০:২৬:১৮ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক :-
ঝালকাঠিতে গভীর রাতেও অসহায় ক্ষুধার্তদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছে জেলা প্রশাসন !নোভেল করোনা ভাইরাস থামিয়ে দিয়েছে মানুষের কর্মস্থল। সরকার, স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে ত্রান দেয়া হচ্ছে বিভিন্ন শ্রেণির মানুষকে। তার পরেও ত্রান থেকে বঞ্চিত হচ্ছেন মধ্যবিত্ত এক শ্রেনীর মানুষ। শত কষ্টের মধ্যেও তারা তাদের হাড়ির খবর প্রকাশ করেন না কখনো। কিন্ত প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন যার কোন বলার জায়গা নেই তার জন্য রয়েছে সরকারের একটি নম্বর ৯৯৯। জাতীয় জরুরী সেবা’র ৯৯৯ হটলাইন টেলিফোন নম্বরে কল করে অনেকেই জানাচ্ছেন ঘরের খাবার সংকটের কথা। আর সেসব মানুষের ঘরে মধ্যরাতেও খাবার নিয়ে ছুটছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে ঝালকাঠির বিভিন্ন পাড়া মহল্লায় দেখা গেছে ব্যাতিক্রম এক দৃশ্য। ৯৯৯ নম্বরে কল করা এসব মানুষের কাছে খাদ্য সামগ্রী নিয়ে নিরবে হাজির হচ্ছেন ঝালকাঠি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (NDC) আহম্মেদ হাসান। সরকারের এমন সেবা পেয়ে অনেকেই ছেড়ে দিচ্ছেন চোখের জল। কেউবা আবার ভুলে যাচ্ছিলো কথা বলার ভাষাটুকুও। এনডিসি আহম্মেদ হাসান বলেন, ‘‘যেহেতু কষ্ট চেপে রেখে কাউকে খাদ্য সংকটের কথা না বলে জাতীয় জরুরী সেবা’র হটলাইন টেলিফোন নম্বরের আশ্রয় নিয়েছে, সে কারনেই জেলা প্রশাসক মো. জোহর আলী স্যারের নির্দেশক্রমে আমরা গোপনীয়তা রক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ এই খাদ্য সহায়তা রাতের বেলায়ই করে থাকি।”
এ বিষয়ে উপকারভোগী একজন নাম প্রকাশে অনিচ্ছুক জানান, ৯৯৯ এর সুবাদে আমাদেরকে সরকার ঘরে খাবার পৌঁছে দেওয়ায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরও খবর

Sponsered content