Uncategorized

সংসারের টাকায় ভাগ বসিয়ে এলাকার দুস্থ ও অসহায় পরিবারকে খাদ্য সহায়তা

  প্রতিনিধি ৩ এপ্রিল ২০২০ , ৩:৩১:৫৫ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদকঃ
মধ্যবিত্ত পরিবার, যাদের হিসেব কষে চলতে হয় প্রতিটি মুহুর্ত। কিন্তু মানুষ মানুষের জন্য এ কথাটি আবারো প্রমাণ করলেন বরিশাল নগরের দক্ষিন আলেকান্দার কয়েকজন মেডিকেল কলেজ লেনের ব্যক্তি। যারা নিজেদের উদ্যোগে সংসারের টাকায় ভাগ বসিয়ে এলাকার দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছেন খাদ্য সহায়তা। সল্প আকারে হলেও বেশ কয়েকটা দিন এ সহায়তায় কাটাতে পারবেন বলে জানিয়েছেন গ্রহনকারীরা। খোজ নিয়ে জানাগেছে, মেডিকেল কলেজ লেনের ক্ষুদ্র ব্যবসায়ী মিন্টু, ছোটপদে চাকুরেজীবি আলতাফ হোসেন, সোহাগসহ কয়েকজন মিলে নিজ এলাকার কয়েকজন দুস্থ ও অসহায় পরিবারের তালিকা করেন। তালিকা অনুযায়ী নিজেদের পকেটের কিংবা সংসার চালানোর টাকায় ভাগ বসিয়ে ফান্ড তৈরি করেণ। পরে সেই ফান্ডের টাকা দিয়ে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু সামগ্রী কিনে আলাদা আলাদা প্যাকেট করেণ এবং অসহায় পরিবারগুলোর সদস্যদের হাতে তুলে দেন। এদিকে তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

আরও খবর

Sponsered content