প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২০ , ১১:৩৪:৩১ প্রিন্ট সংস্করণ
তালাশ ডেস্ক :-
করোনার প্রকোপ শুরুর পর থেকে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যখাতে সেবা দেয়া মানুষের নানা সংকট, সমস্যার কথা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যা নিয়ে সমালোচনাও হয়েছে। এসব সংবাদ নার্স ও মিডওয়াইফারিদের বক্তব্যসহ প্রচার হয়েছে। তাই এবার নার্স এবং মিডওয়াইফারিদের গণমাধ্যমে কথা বলার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর।
নির্দেশনায় বলা হয়েছে, চলমান পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সংবাদপত্র বা অন্য কোনো গণমাধ্যমে কোনো প্রকার বিবৃতি বা মতামত না দেয়া যাবে না।
গত বুধবার এক অফিস আদেশে এ নির্দেশ দেন অধিদঢতরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার।
নির্দেশনা বলা হয়, ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের আওতাধীন সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সরকারি চাকরি বিধি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে জনসম্মুখে, সংবাদপত্র বা অন্য কোনো গণমাধ্যমের সাথে কোনো প্রকার আলোচনা, বিবৃতি বা মতামত না দেয়ার নির্দেশ প্রদান করা হলো।
’
গত কয়েক দিন ধরে রাজধানীতে করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত কুয়েত-মৈত্রী হাসপাতালে নার্সদের খাবারের কষ্ট নিয়ে গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। এছাড়াও ঢাকার বাইরের বেশ কিছু হাসপাতালের কর্মরতদের দুর্ভোগের কথা গণমাধ্যমে উঠে আসে। অনেক জায়গায় বাড়িওয়ালারা চিকিৎসক ও নার্সদের বাসা ছেড়ে দেয়ার জন্য চাপ দিচ্ছে এমন খবরও গণমাধ্যমে এসেছে।