প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২০ , ২:২২:২৯ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক :-
মহামারী করোনার সংক্রমণ ও চলমান সংকট মোকাবিলায় শুরু থেকেই নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। দিনরাত জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারের গৃহিত পদক্ষেপ বাস্তবায়নে ভূয়সী প্রশংসার দাবী রাখছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। জনগণ কে করোনার প্রকোপ থেকে শুধু সুরক্ষার প্রচেষ্টা নয়, মৃত ব্যক্তির জানাযা এবং দাফন কাজ সম্পন্ন করলো বিএমপি। বরিশাল
কোতয়ালী মডেল থানাধীন, বিসিসি ১২ নং ওয়ার্ড খ্রিষ্টান কলোনি সংলগ্ন হিরণ মিয়ার আমবাগান সড়কের শারিরীক প্রতিবন্ধী সবুজ হাওলাদার এর করোনা আক্রান্ত সন্দেহে মারা যাওয়া দেড় বছর বয়সের শিশুর জানাজা ও দাফন কাজে কেউ এগিয়ে না আসায় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর নির্দেশে এই কাজ সম্পন্ন করা হয়। এ সময় কোতয়ালী মডেল থানার পুলিশ সদস্যদের উপস্থিতিতে উক্ত শিশুর জানাজা ও দাফন কার্য সম্পন্ন করা হয়।