প্রতিনিধি ২৮ জুলাই ২০১৯ , ৪:৫১:০১ প্রিন্ট সংস্করণ
রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিগার সুলতানা (৩৬) নামে ন্যাশনাল সার্ভিসের এক কর্মির মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯ টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিগার উপজেলার সাতুরিয়া ইউনিয়নের হালদারখালী গ্রামের মোঃ শাহজাহান মৃধার মেয়ে ও পাশ্ববর্তী কাউখালী উপজেলার শিয়ালকাঠি গ্রামের মোঃ শামসুল হুদা খানের স্ত্রী। তিনি সরকারের দুই বছর মেয়াদের ন্যাশনাল সার্ভিসের কর্মি হিসেবে রাজাপুর উপজেলা প্রানি সম্পদ কার্যালয়ে কর্মরত ছিল। জানাগেছে, নিগারের স্বামী ঢাকায় চাকুরি করার সুবাদে নিগার প্রায়ই ঢাকায় বেড়াতে যেত। গত ২৬ জুলাই শুক্রবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত সে বাবার বাড়ি আসে। শনিবার (২৭ জুলাই) সে পাশ্ববর্তী ভান্ডারিয়ায় ডা. সৌরেন্দ্র নাথ নামে এক চিকিৎসকের স্বরনাপন্ন হন। ডাক্তার তাকে পরীক্ষা-নিরিক্ষা করে জানায় সে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে এবং ঔষুধ দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পরাপর্শ দেন। রবিবার (২৮ জুলাই ) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে নিলে সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। রবিবার (২৮ জুলাই) বিকাল ৬টায় সাতুরিয়া ইউনিয়নের হালদারখালী তার বাবার বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।