প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২০ , ৫:৪৯:২৩ প্রিন্ট সংস্করণ
বরিশালের মুলাদীতে ইমরান (২৫) নামে এক যুবকের গলাকেটে হত্যা করা হয়েছে।
বৃহষ্পতিবার (৩০ এপ্রিল) সকালে মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের ব্রোজমোহন গ্রামের একটি ক্ষেতের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ইমরান ওই গ্রামের আলতাফ হোসেনের ছেলে, সে দেড়বছর আগে কাতার থেকে দেশে আসে।
স্বজনরা জানান, খাওয়া-দাওয়া শেষে রাত ১১ টার দিকে ইমরান ঘুমাতে তার কক্ষে যায়। কিছুক্ষনের মধ্যে তার মোবাইলে কল আসে এবং সে কথা বলতে বলতে ঘর থেকে বাহিরে বের হয়।
এরপর থেকে নিঁখোজ হয় ইমরান। সকালে স্থানীয়রা বাড়ির কাছেই একটি ফসলি ক্ষেতের পাশে ইমরানের গলাকাটা মরদেহ দেখে স্বজনদের খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত সুপার মোঃ নাঈমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং মরদেহ উদ্ধারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।