প্রতিনিধি ১ মে ২০২০ , ৪:২৮:২৪ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক :-
গত বৃহস্পতিবার জেলা প্রাণিসম্পদ কার্যালয় বরিশালের উদ্যোগে ও জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় “ভ্রাম্যমান ডিম বিক্রয়” কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এস,এম, অজিয়র রহমান, জেলা প্রশাসক, বরিশাল।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডা. মো. নুরুল আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বরিশাল, ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বরিশাল ও ডা. মো. ইব্রাহিম খলিল, ভেটেরিনারি সার্জন, বরিশাল সদর,বরিশাল। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ করোনা পরিস্থিতি মোকাবেলায় ডিম, দুধ ও মাংসের গুরুত্ব উপস্থিত ক্রেতাদের মাঝে তুলে ধরেন। ভ্রাম্যমাণ ডিম বিক্রয় কার্যক্রম কে স্বাগত জানিয়ে গাজী পোল্ট্রি ফার্মের প্রোপাইটার জনাব রহিম গাজী বলেন খামারিদের নিয়ে জেলা প্রাণিসম্পদ কার্যালয় উদ্যোগ সত্যিই আশার সঞ্চার জাগায়।