প্রতিনিধি ৫ মে ২০২০ , ৮:৪৪:৩৯ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক ॥
বরিশালের সদর উপজেলার ৩ নং চরবাড়িয়া ইউনিয়ন পরিষদে সরকার থেকে দেয়া চাল দুঃস্থ জেলে পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। ইউনিয়নেী দুইশত দুঃস্থ জেলেদের মাঝে ভিজিএফ কার্ডর বিপরীতে এ চাল বিতরণ করা হয়। এ সময় জেলে পরিবারকে ৪০ কেজি করে ২ মাসে মোট ৮০ কেজি চাল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের দুঃস্থ জেলেদের মাঝে করোনার সংক্রমণ বিস্তারের বিষয় মাথায় রেখে সচেতনতার অংশ হিসেবে সামাজিক শারীরিক দুরত্ব বজায় রেখে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মাহমুদুল হাসান ও মৎস্য কর্মকর্তা নাসরিন জোবাইদা ।
এসময় ইউনিয়ন চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ বলেন, করোনা একটি মরণ ব্যাধী মহামারী। এ থেকে আমাদের সকলকে বাঁচতে হবে, তাই আমরা ঘরে থাকব। সকলের প্রয়োজনে আমার দরজা খোলা। আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন।