প্রতিনিধি ১৪ মে ২০২০ , ৯:৩৯:০৮ প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় রাজাপুর-ভান্ডারিয়া সড়কের মিলবাড়ি বাজারের নিকটবর্তী সিকদারবাড়ী নামক জায়গায় দুপুর আনুমানিক ০১ঃ৩০ এর দিকে অজ্ঞাত এক ব্যক্তিকে (৮০) রাস্তার পাশে উপুড় হয়ে থাকা অবস্থায় দেখতে পায় পথচারীরা। বিষয়টি তাৎক্ষণিক রাজাপুর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানানো হলে রাজাপুর থানার ওসি জাহিদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। স্হানীয় প্রত্যক্ষদর্শী আঃ রাজ্জাক উকিল জানান কিছুক্ষণ আগে ভান্ডারিয়ার দিক থেকে রাজাপুরের দিকে মহাসড়ক ধরে অনেকেই ওই লোককে হেটে আসতে দেখেছেন, তবে ঘটনাস্থলে উপস্থিত কেহই তাকে চিনতে পারেন নাই। এ বিষয়ে জানতে চাইলে, ওসি জানান ধারণা করা হচ্ছে লোকটি অতিরিক্ত ঘরমে স্ট্রোক করে থাকতে পারেন, তবে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে এবং এমুহূর্তে নিহত লোকটির পরিচয় নিশ্চিত করার জন্য তথ্যটি বিভিন্ন মাধ্যমে শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করেন।