দেশজুড়ে

সাধারণ মানুষ সঠিকভাবে করোনার চিকিৎসা পাচ্ছে না: সরোয়ার

  প্রতিনিধি ২ জুলাই ২০২০ , ১:৩৭:৩৪ প্রিন্ট সংস্করণ

তালাশ ডেস্ক ॥ বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান বলেছেন, আজ সরকার সবক্ষেত্রেই নিজেদের লোকদের দিয়ে কাজ করানোর কারণে সর্বক্ষেত্রে দুর্নীতিতে ছেয়ে গেছে। স্বাস্থ্য সেবার স্থানে চলছে হরিলুটের মেলা। আজ দেশে এত চিকিৎসা সেবা কেন্দ্র, হাসপাতাল থাকার পরও সাধারণ মানুষ সঠিকভাবে করোনার চিকিৎসা পাচ্ছেন না।

বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুর ১২টায় বরিশাল নগরের পশ্চিম কাউনিয়া সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা ও মহানগর শ্রমিকদলের আয়োজনে দেড় শতাধিক ট্রাক শ্রমিকদের মধ্যে সহায়তা প্রদান করার সময় মজিবর রহমান এসব কথা বলেন।

বিএনপির যুগ্ম-মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ারের নিজস্ব অর্থায়নে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের কেন্দ্রীয় সহ-সম্পাদক জি এম ফারুক, শ্রমিকদল বরিশাল জেলার ভারপ্রাপ্ত সভাপতি আ. রব হাওলাদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহানগরের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ ও বরিশাল জেলা ট্রাক শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন।

আরও খবর

Sponsered content