Uncategorized

মহিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ৮:৩২:৩৭ প্রিন্ট সংস্করণ

 

পটুয়াখালীর মহিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রাসেল গাজী (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১.০০ টার দিকে মহিপুর সদর ইউনিয়নের উত্তর সেরাজপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, উত্তর সেরাজপুর গ্রামের মোঃ আনোয়ার গাজীর একমাত্র ছেলে মোঃ রাসেল গাজী বাড়ির পাশে নিজেদের ফসলি জমিতে পাম্প মেশিন দিয়ে পানি দেয়ার জন্য লাইন টানার সময় হঠাৎ বৈদ্যুতিক শক খেয়ে পরে যায়। এসময় স্থানীয় লোকজন উদ্ধার করে মহিপুর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

মহিপুর থানা পুলিশ বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

আরও খবর

Sponsered content