Uncategorized

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০১৯ , ৮:০৯:৫৯ প্রিন্ট সংস্করণ

আজ সোমবার (১৯-০৮-২০১৯) দৈনিক আজকের পরিবর্তন ও কয়েকটি অনলাইন প্রোটালে ১৪টি রুটে অটোর বিট বাণিজ্য শিরোনামে আমাদের জরিয়ে যে সংবাদটি পরিবেশন হয়েছে সে সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে।

আমরা এই সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানাই, বরিশালে কোথাও কোনো হলুদ অটোর বিট বাণিজ্য চলেনা।

আগে সদর রোডসহ অনেক রোডেই অটো চলাচল বন্ধ ছিলো, আমাদের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে অটো এখন বরিশাল নগরীর সকল রোডেই চলাচল করে। এতেকরে অটোচালকদের ফিরেছে সচ্ছলতা, নগরবাসীর চলাচলের জন্য হয়েছে অনেকটা সুবিধা।

মূলত অটো বন্ধের মিশনে নেমেছে সিএনজি ব্যবসায়ীরা তাই তারা নানান ভাবে ষড়যন্ত্র করে চলছে প্রতিনিয়ত, অটো বন্ধ হলে সিএনজি বিক্রয় বাড়বে, লাভবান হওয়ার আসায় একটি কুচক্রী মহল সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছেন ।

আমাদের ধারণা অটোর বিরুদ্ধে পুলিশকে ক্ষেপিয়ে তুলতেই ট্রাফিক পুলিশকে নিয়েও সংবাদ পরিবেশন করিয়েছেন, সংবাদে ট্রাফিক বিভাগকে জড়িয়ে যা লেখা হয়েছে তাও সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। আমরা উক্ত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানাই।

নিবেদক
লেদু, রব, রিফাত, জামালগাজি, আলমগীর।

আরও খবর

Sponsered content