Uncategorized

পটকা মাছ খেয়ে বউ-শাশুড়ির মৃত্যু

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২০ , ৭:০৪:৩৮ প্রিন্ট সংস্করণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি ||

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ ও শাশুড়ির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু।

বুধবার রাতে উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী সাহিদা বেগম ( ৪০) ও তার পুত্রবধূ নুরুন নাহার (২৫)।

এ ঘটনায় নুরুন নাহারের শিশুপুত্র নাঈম (৮) গুরুতর অসুস্থ হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি আবদুছ ছালেক যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, পটকা মাছ খাওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে।

এছাড়া ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

আরও খবর

Sponsered content