প্রতিনিধি ১৯ মে ২০২০ , ৩:০৫:১২ প্রিন্ট সংস্করণ
বাকেরগঞ্জ প্রতিনিধি ॥
বাকেরগঞ্জ শ্রমিক লীগ নেতা কালাম ডাকুয়ার নেতৃত্বের ত্রাণের সমারোহে অসহায় কর্মহীন শ্রমিকরা খুঁজে পেয়েছে জীবন শ্রমিক তার পরিবার নিয়ে অনাহার মুক্ত।
১৮ ই মে সোমবার বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন বালিগঞ্জ শাখা অফিসে অফিসে উপজেলা শ্রমিকলীগ সভাপতি কালাম ডাকুয়ার নেতৃত্বে, ঈদ উপহার হিসেবে নগদ অর্থসহ লাচ্ছা সেমাই, চিনি, কাপড় ধোয়ার সাবান, গায়ে দেওয়ার সাবান, ভাইরাস মোকাবেলায় সেফটি মাক্স সহ রকমারি প্রসাধনী তুলে দেন আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের হাতে হাতে।
এ সময় সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকারে কালাম ডাকুয়া বলেন, দেশের মহামারী করোনাভাইরাস মোকাবেলায় শ্রমিকদের কর্মমুখী থেকে ঘরমুখো করে রেখেছি। তাদের খাদ্য নিরাপত্তার দায়িত্ব নিয়েছি এবং আমি তা অক্ষরে পালন করেছি।
প্রত্যেক শ্রমিকের মুখে হাসি ফুটিয়েছি ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়ে। বাকেরগঞ্জ উপজেলার সর্বস্তরের শ্রমিকদের জীবনমান উন্নয়নে পর্যায়ক্রমে প্রতিটি শ্রমিকের হাতে ত্রাণ সামগ্রী নগদ অর্থ পৌছে দিয়েছে। যাহাতে প্রতিটি শ্রমিকদের পরিবারের সদস্যদের কে নিয়ে অর্থকষ্ট, খাদ্য কষ্ট মোকাবেলা করতে পারে তার যথাযথ ব্যবস্থা করেছি সাধ্যমত।
আগামী অদূর ভবিষ্যতে বেঁচে থাকলে শ্রমিকদের জীবনমান উন্নয়নে ত্রাণ এবং অর্থ সহায়তা অব্যাহত রাখবো ইনশাল্লাহ।
ত্রাণ কার্যক্রম পরিচালনার সময় উপস্থিত ছিলেন, আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুর রশিদ মোল্লা, কার্যকরী সভাপতি সোহরাব দেওয়ান, উপদেষ্টা মাসুম ডাকুয়া, দপ্তর সম্পাদক মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আকবর, যুগ্মসাধারণ সম্পাদক ইমাদুল শিকদার, শ্রমিক নেতা নান্নু খান ও রিপন প্রমুখ ।
এসময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।