প্রতিনিধি ১৩ জুলাই ২০২০ , ১০:৫৭:১৯ প্রিন্ট সংস্করণ
তালাশ ডেস্ক ॥ বরিশালে গৌরনদী উপজেলার উত্তর বাউরগাতি গ্রামে একটি হাঁসের খামারে রাতের আঁধারে খাবারের সাথে বিষ দিয়েছে অজ্ঞাত দূর্বিত্তরা।
বিষযুক্ত খাবার খেয়ে শতাধিক হাঁসের মৃত্যু হয়েছে। এছাড়াও শতাধিক হাঁস অসুস্থ হয়ে পরেছে। খবরপেয়ে থানা পুলিশ ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খামার মালিক সবুজ চাপরাশির স্ত্রী রাজিয়া বেগম জানান, গত ছয়মাস পূর্বে এনজিও ঋন নিয়ে বাড়ির পাশে একটি হাঁসের খামার করেন তারা। খামারে দুই শতাধিক হাঁস ছিল।
রবিবার রাতের আঁধারে অজ্ঞাত দুর্বিত্তরা খামারের ষ্টিলের নেটের বেড়া কেটে খাবারের সাখে বিষ প্রয়োগ করে। এতে বিষযুক্ত খাবার খেয়ে শতাধিক হাঁস মারা যায় ও বাকী হাঁসগুলো অসুস্থ হয়ে পরে।
গৌরনদী মডেল থানার ওসি তদন্ত তৌহিদুজ্জামান জানান, খবরপেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পাশাপাশি দূর্বিত্তদের চিহ্নিত করার কাজ চলমান রয়েছে।