প্রতিনিধি ২৩ আগস্ট ২০১৯ , ১:০২:১৩ প্রিন্ট সংস্করণ
মোঃ মেহেদী হাসান,বরগুনা : রিফাত শরীফ হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে জেলহাজতে থাকা ১৪ অভিযুক্তকে আদালতে হাজির করেছে পুলিশ। মামলার দিন ধার্য থাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ সিরাজুল ইসলাম গাজীর আদালতে তাদের হাজির করা হয়। পরে আদালতে কার্যক্রম শেষে সব অভিযুক্তকে আবার জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী বলেন, ‘মামলার দিন ধার্য থাকায় রিফাত হত্যাকান্ডে গ্রেফতার ১৫ অভিযুক্তের মধ্যে ১৪ অভিযুক্তকে আজ সকালে আদালতে হাজির করে পুলিশ। এ মামলায় রাতুল নামের এক অভিযুক্ত কিশোর হওয়ায় সে যশোরের একটি শিশু কিশোর সংশোধনাগারে রয়েছে। তাই তাকে আদালতে হাজির করা হয়নি। আগামী ৩ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে এই মামলায় গ্রেপ্তারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া বন্ডগ্রুপের সদস্য সাগরের জামিন আবেদন করলে তার শুনানির তারিখও ধার্য্য করা হয় ৩ সেপ্টেম্বর।