Uncategorized

কলাপাড়ায় কাজ না করে এক কোটি ১১ লক্ষাধিক টাকা ঠিকাদার তুলে নেয়ার প্রতিবাদে মানববন্ধন সমাবেশ

  প্রতিনিধি ২১ জুলাই ২০২০ , ৭:৫৭:১৫ প্রিন্ট সংস্করণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,

কলাপাড়ায় কাজ না করেই এক কোটি ১১ লাখ ৭৫ হাজার টাকার সমুদয় বিল তুলে নেয়ার প্রতিবাদে কলাপাড়ায় বিভিন্ন আবাসন এবং আশ্রয়ন প্রকল্পের শত শত নারী-পুরুষ মঙ্গলবার সকাল ১০টায় কলাপাড়ায় মানববন্ধন করেছে। কলাপাড়া প্রেসক্লাবের পশ্চিম পাশের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন নিশানবাড়িয়া আবাসনের বাসিন্দা আবু হানিফ সরদার, নীলগঞ্জ আবাসনের আব্দুস সত্তার, তাছলিমা বেগম, নিশানবাড়িয়া আবাসনের লাইজু বেগম, জামাল ফকির, জয়নব বেগম প্রমুখ। বক্তারা বলেন,‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বসবাসের জন্য ঘরবাড়ি জায়গা দিয়েছেন। ওই আবাসনের উন্নয়নের জন্য ১০টা কমিউনিটি সেন্টার ও ছয়টা ঘাটলা করতে কোটি টাকারও বেশি দেন। কিন্তু ঠিকাদার অফিসারগো লইয়া হেই টাকা সব খাইয়া ফালাইছে।’ তাঁরা ওই ঠিকাদারের শাস্তি দাবি করেন। উল্লেখ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের উদ্যোগে কলাপাড়ায় বিভিন্ন আশ্রয়ন/আবাসন প্রকল্পে ১০টি কমিউনিটি সেন্টার ও ছয়টি ঘাটলা নির্মাণের জন্য এক কোটি ১১ লাখ ৭৭ হাজার ৬৪২ টাকা বরাদ্দ দেন। গত ৩১ মার্চের মধ্যে এ কাজ শেষ হওয়ার কথা। কিন্তু কোন ধরনের কাজ না করেই ঠিকাদার মেসার্স সারিকা ট্রেডার্সের মালিক মোঃ মামুন পিআইও অফিসের যোগসাজশে সকল বিল তুলে নিয়েছে। গত ৭ এপ্রিল এ পরিমান টাকা হাতিয়ে নেয় ওই ঠিকাদার। বিষয়টি নিয়ে এখন কলাপাড়ায় চলছে তোলপাড়। আবাসনের বাসিন্দারা এমন লুটপাটের ঘটনায় ফুসে উঠেছেন। দরিদ্র এসব মানুষ প্রধানমন্ত্রী তাদের নেত্রী দাবি করে বিচার দাবি করেছেন। এবং দ্রুত তাদের আবাসনের মেরামতসহ সকল কাজ করে দেয়ার দাবি করেছেন।

আরও খবর

Sponsered content