Uncategorized

দেশের প্রতিটি এলাকা আজ উন্নয়নের রোল মডেল এমপি পংকজ নাথ

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২০ , ৪:০০:১৩ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ॥ বর্তমান সরকার জনগনের জন্য কাজ করে, গ্রামীণ অবকাঠামো নির্মাণে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহিত উন্নয়নমূলক পদক্ষেপ আজ দৃশ্যমান। দেশের প্রতিটি এলাকা আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করছে। বর্তমান সরকার সব সময়ই জনগনের আস্থা নিয়ে জনকল্যানে বদ্ধ পরিকর। বিগত বিএনপি জামায়াত জোট সরকারের আমলে তারা এদেশের উন্নয়ন না করে শুধু লুটপাট করে গেছে। কিন্তু বর্তমান সরকার দেশ ও দেশের মানুুষের সার্বিক সেবাদানে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যে উন্নয়নের ছোঁয়া লাগিয়েছে সে ধারা আগামী দিনগুলোতে অব্যহত থাকবে। গতকাল বেলা ১১টায় বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নে জলবায়ু সহনশীল গ্রামীন অবকাঠামো প্রকল্পের আওতায় ৬ কিঃ মিঃ নতুন সড়ক নির্মাণ সমাপ্তিতে সড়কের শুভ উন্মোচন ও মুজিববর্ষ উপলক্ষে প্রায় ২ সহ¯্রাধিক বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন শেষে এ কথা বলেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পংকজ নাথ। ৮নং চরগোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক সামছুল বারী মনির এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পংকজ নাথ এমপি আরো বলেন, মেহেন্দিগঞ্জ এলাকার জন্য সরকারের সকল গৃহিত পদক্ষেপ আমরা একে একে বাস্তবায়ন করে যাচ্ছি। আজ যে সড়কের নির্মান কাজের সমাপ্তি ঘটল তা আমাদের এই এলাকার মানুষের প্রতিক্ষিত একটি স্বপ্ন। এ সড়কের মাধ্যমে এলাকাবাসীর চলাচলে সুবিধা তথা বন্যা ও জলোচ্ছ্বাস এর মতো প্রাকৃতিক দুর্যোগে এলাকার অবকাঠামো উন্নয়ন রক্ষার্থে কাজ করবে। এ সময় মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহফুজুল আলম লিটন, ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশীদ মোল্লা, আলীমাবাদ ইউনিয়ন চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, জাংগালিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজী সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে করোনা প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার সামগ্রী, বিধাবা ভাতা, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধীদের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওতায় জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠোমো (সিআরআরআইপি) প্রকল্পে নদীবেষ্ঠিত চরঅঞ্চল এলাকার দীর্ঘ প্রতিক্ষিত মিঠুর দোকান থেকে মোস্তফা বাজার, কাজিরহাট, আমীরগঞ্জ নদীর পূর্বপাড় ও কাজিরচর পর্যন্ত সবুজ বেষ্টনির এই সড়ক নির্মান কাজের বাস্তবায়নে জনগনের মাঝে দেখা গেছে উৎসাহ উদ্দীপনা। সরেজমিন পরিদর্শনকালে স্থানীয়দের সাথে আলাপকালে তারা বর্তমান সরকার কে ধন্যবাদ জানিয়েছেন। এ সময় তারা বলেন এই রাস্তা আমাদের এলাকার মানুষের চলাচলের জন্য অনেক বড় পাওয়া। বিশেষ করে বর্ষা মৌসুমে আমাদের এলাকার কোমলমতি শিশুদের বিদ্যালয়ে আসা যাওয়া, যে কোন সময় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত সময়ে এই রাস্তা ব্যবহার করা সহ আমাদের অনেক সমস্যা নিরসনে কাজ করবে। পাশাপাশি রাস্তার দু’পাশে যে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে এতে করে আমাদের এলাকা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সক্ষম হবে।