Uncategorized

কলাপাড়ায় ছাত্রীদের যৌন হয়রাণীর ঘটনায় শিক্ষক বরখাস্ত

  প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০১৯ , ১২:১৩:২৩ প্রিন্ট সংস্করণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,
।। একাধিক ছাত্রীদের যৌন হয়রাণীর ঘটনা প্রমানিত হওয়ায় কলাপাড়ার উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর বরিশাল বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) এস এম ফারুক সাক্ষরিত এ বরখাস্তের আদেশ কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অফিস বরাবর প্রেরণ করা হয়েছে। যার স্মারক নম্বর ১১২৬/৬।
উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রাণীর ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী গত ২৪ আগষ্ট বিদ্যালয় ঘেরাও করে শিক্ষক রেজাউল করিমের শাস্তি দাবি করে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল বাসার পরদিন বিদ্যালয়ে সরেজমিনে তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘটনার সত্যতা পান।
এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন গত ২৮ আগষ্ট পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরণ করেন। যার প্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা ,২০১৮ এর ১২ ধারা মোতাবেক মো. রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়।
কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল বাসার এ বরখাস্তের আদেশ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশ মোতাবেক প্রধান শিক্ষক মো. রেজাউল করিমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content