Uncategorized

চরকাউয়া’য় সাংবাদিকের উপর হামলা !

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২০ , ৫:০২:৫৯ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিনিধি।।



বরিশাল সদর উপজেলার ৭নং চরকাউয়া ইউনিয়নের নয়ানী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আশিকুল ইসলাম সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানাগেছে গত মঙ্গলবার চরকাউয়া নয়ানী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে তথ্য সংগ্রহের জন্য মটর সাইকেল নিয়ে রাত ১০ টার দিকে ঘটনাস্থলে রওয়ানা দেন সাংবাদিক আশিকুল ইসলাম।

হঠাৎ শাহ্ জালাল হাওলাদারের বাড়ির সামনে কালভার্টের উপর বসেই সন্ত্রাসী সুলতান হাওলাদার, আফজাল হোসেন চৌকিদার, বাচ্চু হাওলাদার সহ আরও ৩-৪ জন মিলে সাংবাদিক আশিককে তথ্য সংগ্রহের কাজে বাধা দেয়। এক পর্যায়ে সাংবাদিক আশিক ও সন্ত্রাসীদের মধ্যে তর্কের সৃষ্টি হলে সন্ত্রাসী সুলতান তাকে এলোপাতারি কিল ঘুষি মারতে থাকে।

এদিকে সন্ত্রাসী আফজাল ফায়দা লুটতে কর্তব্যরত সাংবাদিক আশিকের পকেটে থাকা গুরুত্বপূর্ন কাগজ, অফিসের পেনড্রাইভ ও প্যান্টের পকেটে থাকা সাড়ে ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। সাংবাদিক আশিক ডাক চিৎকার করলে স্হানীয় লোকজন এসে তাকে রক্ষা করে।

এ বিষয়ে সাংবাদিক আশিক বলেন, গত মঙ্গলবার রাতে নয়ানী গ্রাম থেকে মারামারির বিষয়ে ফোন করলে আমি তথ্য সংগ্রহের জন্য সেখানে যেতে চাইলে সন্ত্রাসী সুলতান হাওলাদার তার বাহিনী নিয়ে আমার উপর হামলা করে, এবং তার স্ত্রী কমলা বেগম ধারালো দা নিয়ে আমাকে কুপিয়ে মেরে ফেলতে চেয়েছে। আমি নিজেকে বাঁচাতে ডাক চিৎকার করি এবং স্হানীয় লোকজন আমাকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করে।

তিনি বলেন, এই সুলতান তার সাঙ্গপাঙ্গ নিয়ে পরিকল্পিতভাবে আমাকে মারতে চেয়েছিলো। কিন্তু আজ আমি স্হানীয়দের সহযোগীতায় বেচে গেছি। এ বিষয়ে নয়ানী এলাকার লোকজনকে জিজ্ঞেস করলে তারা নাম না প্রকাশ করার শর্তে বলেন, সুলতান এলাকায় বেপরোয়াভাবে চলাফেরা করে।

তার বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ,সুলতান হাওলাদার সহ তার একটি সিন্ডিকেট চরকাউয়া সহ বিভিন্ন জায়গায় অপকর্মে লিপ্ত রয়েছেন বলে জানা যায়,ঘটনা অনুসন্ধান করতে গিয়ে বেশ কয়েকবার সাংবাদিক আশিক এর উপর হামলার চেষ্টা চালায় সুলতান সহ তার অনুসারিরা, এ বিষয়ে স্থানীয় এক গন্যমান্য ব্যক্তির কাছে জানতে চাইলে তিনি বলেন সুলতান এর ব্যবসায়িক সিন্ডিকেট রয়েছেন,বরিশালের অনেক সরকারি দপ্তরের বড় বড় অফিসারদের সাতে তার জোগসাজেস রয়েছেন যাদের মাধ্যমে সুলতান বিভিন্ন উপায়ে সরকারি অর্থ হাতিয়ে নেন।।

আমরা মনে করি সাংবাদিকরা জাতির বিবেক, তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে যদি এরকম সন্ত্রাসী হামলার স্বীকার হয় তাহলে সমাজ থেকে সঠিক বিচার উঠে যাবে। এদিকে আশিকের উপর সন্ত্রাসী হামলা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক মহল সহ সিনিয়র সাংবাদিক নেতারা। তারা আশিকের উপর হামলার প্রতিবাদে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন, সেই সাথে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত সুলতান হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আশিক আমাকে গালি দিয়েছে বলেই ওকে থাপ্পর মেরেছি, তাছাড়া আশিকও আমায় মেরেছে, যার ক্ষত আমার শরীরে বিদ্যমান আছে।

এ বিষয়ে বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন, বিষয়টি শুনে তাৎক্ষনিক অফিসারদের পাঠিয়েছি এবং অভিযোগ পেয়েছি, তদন্ত চলতেছে যদি সত্যতা পাওয়া যায় তাহলে আইনগত ব্যাবস্হা নেয়া হবে।

এদিকে সাংবাদিক আশিক এর উপর সন্ত্রাসী হামলার বিষয়টি ধামাচাপা দিতে সন্ত্রাসী সুলতান সহ তার অনুসারিরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন বলে জানা যায়।

সন্ত্রাসী সুলতান সহ তার অনুসারিদের বিভিন্ন অপকর্মের খবর আপনাদের সামনে তুলে ধরবো খুব শিঘ্রই- অপেক্ষা থাকুন প্রিয় পাঠকবৃন্দ।।

আরও খবর

Sponsered content