প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২০ , ৫:৪৬:৫০ প্রিন্ট সংস্করণ
খবর বিজ্ঞপ্তিঃ শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের বারবার নির্বাচিত সাধারণ
সম্পাদক, বরিশাল সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক এবং মতবাদ মিডিয়া লিমিটেডের
ব্যবস্থাপনা পরিচালক এসএম জাকির হােসেনসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা
মামলা এবং অপপ্রচারের নিন্দা ও উদ্বেগ জানিয়েছে সম্পাদক পরিষদ বরিশাল । সম্পাদক
পরিষদ নেতৃবৃন্দ মনে করেন, মূল ঘটনা আড়াল করতে এবং নিজেদের অপরাধ ঢেকে রাখতে
ষড়যন্ত্রকারী ওই চক্রটি দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে। তারই অংশ হিসেবে
সাজানো ঘটনায় মামলায় অভিযোগ আনা হয়েছে। বস্তুত পক্ষে ওইদিনকার যে ঘটনা
ঘটেছে তাতে এসএম জাকির হোসেন ঘটনাস্থলে উপস্থিত বা কোন অংশে সম্পৃক্ত
ছিলেন না। তাছাড়া পেশাদার সাংবাদিক আরেফিন তুষার, সৈয়দ মেহেদী হাসান, রিপন
হাওলাদার ও আল আমিন সাগর পেশাগত দায়িত্ব পালন করতে সেখানে উপস্থিত ছিলেন।বরংছ
দায়িত্ব পালনকালে আল আমিন সাগরের ওপর হামলা চালানো হয় বলে আমরা জেনেছি।কিন্তু
মামলায় উল্টো ঘটনা উল্লেখ করে একটি পক্ষে আইনের সুফল ভোগ করতে মরিয়া। পুরো
বিষয়টি সম্পাদক পরিষদ বরিশাল পর্যবেক্ষণ করেছে। কিন্তু ঘটনার সাথে সম্পৃক্ত না
থাকলেও এসএম জাকির হোসেনসহ যে ৫ জনকে আসামী করা হয়েছে তা আক্রোশমূলক।
এটি গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থি। মিথ্যা অভিযোগে এবং ঘটনার সাথে সম্পৃক্ত
না থাকলেও কোন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের চরম নৈরাজ্য সৃষ্টির পায়তারার
একটি অংশ হিসেবে মনে করে বরিশাল সম্পাদক পরিষদ। বিবৃতিতে সংগঠনের সকল
সদস্যগণ মামলায় উল্লেখিতঘটনার সুষ্ঠ তদন্তসাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানায়। পাশাপাশি শহীদ আবদুর রব সেরনিয়াবাত
বরিশাল প্রেসক্লাবের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক এসএম জাকির হােসেন সহ
পাঁচ জনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানিয়েছেন
সংগঠনের নেতৃবৃন্দ।