প্রতিনিধি ৪ নভেম্বর ২০২০ , ৬:১০:১৪ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদকঃ বরিশাল নগরীর কেডিসি এলাকায় এক বসতঘরে সন্ত্রাসীদের সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। আর এ হামলায় একই পরিবারের তিন সদস্য গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। ভুক্তভোগীদের অভিযোগ ও সংবাদ অনুসন্ধানে জানা যায়, নগরীর কেডিসি এলাকা সংলগ্ন রাজ্জাক সৃতি কলোনীতে মোঃ সাইদুল ইসলামের বসত ঘরে সন্ত্রাসীরা সশস্ত্র হামলা ও লুটপাট করে। এসময় হামলায় আহত হন মোঃ সাইদুল ইসলামের স্ত্রী আসমা বেগম (৩৫) এবং ছেলে মোঃ রায়হান চাপরাশি(১২) মেয়ে রিয়া( ৭)আহত হয়। তাৎক্ষনিক তাদের বাঁচাতে এগিয়ে আসেন প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে। সাময়িক চিকিৎসা দেওয়া হয়।
গত শনিবার রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষ কালাম হাওলাদারের ছেলে ফরহাদ (২৫) কালাম হাওলাদার(৫০) এন্তাজ উদ্দীনের ছেলে ছালেক( ৩৭) রনি হাওলাদারে স্ত্রী টুলি বেগম (২৪)এদের
নেতৃত্বে অন্তত আরও ১০/১৫ জন এ হামলায় অংশ নেয়। আহত আসমা বেগম জানান, আমার চাচির সাথে স্বামীর মিথ্যা পরকিয়ার অপবাদ দেয়।প্রতিপক্ষ টুলি বেগম, মোঃ ছালেক,মনি বেগম,নাছিমা বেগম,পপি আক্তার মোঃ কালাম হাওলাদার, এবং ফরাদ হাওলাদারের
সাথে এনিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে তারা সশস্ত্র হামলা চালিয়ে বসত ঘর ভাংচুর, টাকা ও স্বর্ণালংকার লুট করে। এসময় তাদের বাঁধা দিতে এলে তাদের উপরও হামলা চালায়। তাদের আর্তনাদে প্রতিবেশীরা এগিয়ে এলে তাদেরও হুমকি ধামকি দেয়। এবিষয় আহতদের পরিবারের স্বজনরা আজকের তালাশকে জানান হামলা কারীদের বিরুদ্ধে আইনি সহায়তা পেতে পক্রিয়া চলমান রয়েছে।