প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২০ , ১১:১৭:৪৭ প্রিন্ট সংস্করণ
শামীম ওসমান হীরা ॥ পটুয়াখালীর কুয়াকাটায় মেয়র স্বতন্ত্রপ্রার্থী আনোয়ার হাওলাদারের হোটেলের কর্মচারী ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ বুধবার (১৬ ডিসেম্বর) রাতে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হোটেল কর্মচারীর নাম রাজু ঘরামী (২৮)।
মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজু দীর্ঘদিন ধরে বিভিন্ন হোটেলে ইয়াবা সরবরাহ করে আসছিলেন। বহন করার সময় তার কাছ থেকে সাত পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তাজ হোটেলের পাস থেকে আরও তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজুকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।