প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২০ , ১:১৯:৫৮ প্রিন্ট সংস্করণ
মুলাদী প্রতিনিধিঃ “মুজিব শতবর্ষ উপলক্ষে” ঘর নাই জমি নাই প্রকল্পে- মুজিব ভিলেজ
এর অসহায় পরিবারের জন্য ঘর এর কাজের শুভ উদ্বোধন করেন মুলাদী উপজেলা নির্বাহী
অফিসার শুভ্রা দাস ও মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামরুল আহসান ।
গতকাল
বেলা ১১ টায় মুলাদী উপজেলার মুলাদী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাতারচর গ্রামে
মুজিব ভিলেজ এর ঘরের কাজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা নির্বাহী
অফিসার শুভ্রা দাস,উপজেলা সহকারী কমিশনার(ভুমি) শাহনুজ্জামান, মুলাদী সদর ইউনিয়ন
চেয়ারম্যান মোঃ কামরুল আহসান, উপজেলা প্রকল্প অফিসার হানিফ সিকদার, ১নং
ওয়ার্ডের ইউপি সদস্য কাজী নুরুল ইসলাম, ২নং ওয়ার্ড ইউপি সদস্য আলী আহম্মদ
খান, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আলী আশ্রাব খান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,
উদ্বোধনের সময় উপজেলা অফিসার শুভ্রা দাস বলেন “মুজিব শতবর্ষ উপলক্ষে” মুজিব
ভিলেজ নামে নাম করণ করা হয়েছে আজ ৫০ টি ঘরের কাজ শুরু হয়েছে এবং আরও ঘর
বাড়বে। তিনি আরো জানান যে উক্ত ঘর যার নামে বরাদ্দ দেওয়া হবে তাকেই ভোগ করতে হবে
কারো ছেলে/জামাই/মেয়ে কে দেওয়া যাবে না কারো ক্ষেত্রে যদি এমনটা হয় তবে তার
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।