প্রতিনিধি ১৮ জুন ২০২১ , ৪:২৬:৫৬ প্রিন্ট সংস্করণ
শৃঙ্খলা ভঙ্গের দায়ে বরিশাল সদর উপজেলার দুই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। তিনি জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করায় কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ও চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচারণ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ স্থানীয় নেতাকর্মীরা দিলে তার প্রমান পাওয়া যায়। এমতাবস্থায় জেলা আওয়ামী লীগের সভায় তাদের দুজনকে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
প্রসঙ্গত, আওয়ামী লীগের মনোনয়ন উপেক্ষা করে কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ও চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ওরফে ইটালি শহিদ চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।