দেশজুড়ে

ধাক্কামারা ইউনিয়ন পরিষদ নির্বাচন – জনসমর্থনের শীর্ষে চেয়ারম্যান প্রাথী নরুল ইসলাম

  প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২১ , ৪:৪১:১৬ প্রিন্ট সংস্করণ

পঞ্চগড় জেলা প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রচারণা ও জনসমর্থন আদায় করতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তার মধ্যে  উপজেলার  ৮ নং ধাক্কামারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামীলীগ,  বিএনপির ও স্বতন্ত্র একাধিক প্রার্থীর নাম প্রকাশ পেলেও ব্যাপক আলোচিত প্রার্থী হিসেবে নাম প্রকাশ করতে সক্ষম হয়েছে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক,  ঘাটিয়ার পাড়া  প্রাথমিক বিদ্যালয়, পঞ্চগড়।  সাবেক সভাপতি, প্রাথমিক  শিক্ষক  সমিতি,  পঞ্চগড় সদর উপজেলা শাখা।  সাবেক সাধারণ সম্পাদক, ১৭ বছর ও সাবেক  সভাপতি ১৮  বছর  ৮ নং ধাক্কামারা ইউনিয়ন আওয়ামীলীগ, পঞ্চগড়। সাবেক ছাত্রনেতা  ( ১৯৮১- ১৯৮২ )  এম আর কলেজ, এ. জি. এস।   সাধারণ সম্পাদক, ২৬৪  শ্রমিক ইউনিয়ন,  সি.এন্ড. বি  শাখা। প্রধান উপদেষ্টা, (  পঞ্চগড় আটোয়ারী ) রোড,  অটোবাইক  সমিতি।  এখন পর্যন্ত প্রচারণা ও জনসমর্থনের শীর্ষে রয়েছেন  সমাজসেবক মোঃ নরুল ইসলাম । এলাকার ব্যাপক উন্নয়ন মূলক কাজের পাশাপাশি সাধারণ মানুষকে ব্যাপক সহযোগিতার জন্যই বর্তমানে তিনি জনসমর্থনের শীর্ষে রয়েছেন । ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, তিনি মানুষের বিপদে আপদে ব্যাপক সহযোগিতা সহ সবসময় সকলের পাশে থাকেন। যে কোন প্রয়োজনে তার কাছে গেলে কখনো নিরাশ হয়ে ফিরতে হয়নি কাউকে ।  এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, মোঃ নরুল ইসলাম  একজন সৎ সাহসী এবং সুন্দর মনের মানুষ । যার মধ্যে নেই কোন হিংসা সকলের সঙ্গে প্রথমেই  সালাম দিয়ে হাসিমুখে কথা বলাটা জেন তার ছোটবেলার স্বভাব ।  আমরা দেখেছি ছাত্রজীবন থেকে শুরু করে মানুষের সেবা করে আচ্ছে। রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে অসহায় মানুষের পাশে গিয়ে সেবা করেছিলেন ।
মহামারী করোনাভাইরাস এর সময় নিজের জীবনের মায়া ত্যাগ করে নিজের অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন । মোঃ  নরুল ইসলাম বলেন গরীব মানুষেরা বিশেষ করে এলাকাবাসী  আমাকে তাদের প্রকৃত বন্ধু মনে করেন । তাই ৮ নং ধাক্কামারা  ইউনিয়ন কে মাদকাসক্তির হাত থেকে রক্ষা করবো নারীর উন্নয়ন,নারীর ক্ষমতায়ন , নারীদের পারিবারিক নির্যাতন প্রতিরোধ, নারী বান্ধব পরিবেশ, শিশুশ্রম বন্ধ করা ,শিশু সুরক্ষা  ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে চাই। এই   ৮ নং ধাক্কামারা ইউনিয়ন কে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন  হিসেবে  গড়ে তুলতে আপনাদের দোয়া ও সমর্থন চাই । স্থানীয়রা আরো জানান, যেহেতু তিনি নৌকা  প্রার্থী তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে  তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে ইউনিয়নের উন্নয়ন করতে পারবে। এবং সরকারি সকল সুযোগ সুবিধা সুষ্ঠু ভাবে জনগণ ভোগ করতে পারবে। এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ  নরুল ইসলাম  বলেন, মানুষ মানুষের জন্য , আমি সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের পাশে থাকতে। আমার উপার্জিত অর্থের মালিক শুধু আমি একা নই , এখান থেকে এলাকার উন্নয়ন মূলক কাজের বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষকে সহযোগিতা করি। ইউনিয়নে সাধারণ মানুষের বেশ কিছু সমস্যা রয়েছে ।  ইউনিয়নের কয়েকটি  ওয়ার্ডে বর্ষা মৌশুমে রাস্তা গুলো মরোন ফাদে পরিনত হয়  । আর এই সমস্যাগুলো সমাধান করে সাধারণ মানুষের চাহিদা পূরণ করার জন্যই আসন্ন  উপজেলার  ৮ নং ধাক্কামারা  ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনস্থির করেছি । আমি বিজয়ী হলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ্ ।

আরও খবর

Sponsered content