প্রতিনিধি ৩০ জুন ২০২০ , ১০:৪৩:১১ প্রিন্ট সংস্করণ
তালাশ ডেস্ক ॥ বরগুনার বেতাগীতে চায়না রাণী (২৭) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর করুনা গ্রামের সঞ্জীব চন্দ্র হাওাদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ জুন) দুপুর আনুমানিক ১২ টায় হঠাৎ বিষপান করে গৃহবধূ চায়না রাণী। দ্রুত তাকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুপুর ১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয় বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু জানান,‘ পুলিশ খবর পেয়ে লাশ থানায় নিয়ে আসে। পারিবারিক কোন্দলের কারণে বিষপান করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রির্পোটে বুঝা যাবে কিভাবে এ মৃত্যু হয়েছে।’
এ ব্যাপারে বেতাগী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্ত শেষে গতকাল মঙ্গলবার (৩০জুন) স্বামীর বাড়ী উত্তর করুনা গ্রামের শেষ অন্ত্যোষ্ট্্িরকৃত্য সম্পন্ন করা হয়েছে।