প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২১ , ৭:৫০:১৭ প্রিন্ট সংস্করণ
হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপের টাঙ্গাইলের মধুপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন। গতকাল পৌরসভার
সকল ভোট কেন্দ্রে উপজেলা নির্বাচন অফিস থেকে পাঠানো হয়েছে ব্যালট পেপার সহ প্রয়োজনীয় মালামাল। আজ
সকালে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে বলে জানিয়েছেন রির্টানিং কর্মকর্তা।
এ পৌরসভায় মেয়র পদে প্রার্থী হয়েছেন ২ জন । নৌকা প্রতীক পেয়েছেন মধুপুর পৌর আওয়ামীলীগের সভাপতি
আলহাজ¦ সিদ্দিক হোসেন খান, বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন আব্দুল লতিফ পান্না।
টাঙ্গাইল জেলা অতিরিক্ত নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা আনোয়ারুল হক জানান, মধুপুর পৌরসভায় ১৭ টি
কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় ৪১ হাজার ৬৭৯ জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করতে
পারবেন। নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে পুলিশ , বিজিবি, আনসার সহ সকল ধরণের আইন শৃংঙ্খলা বাহিনী
মোতায়েন করা হয়েছে।