বিএফ খান সবুজ বাকেরগঞ্জ।
বাকেরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে অদ্য ৭ই মার্চ বিকাল ৩টায় থানা সন্মূখ মাঠে আলোচনা সভা ও আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়।
থানা অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রিয় পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম মিনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস শিবু, সৈয়দ মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ডাকুয়া, রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু, ভরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল ইসলাম আসাদ, কলসকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না, ভরপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকন, পৌর কাউন্সিলর মোকলেসুর রহমান, কাউন্সিলর খন্দকার জিয়াউর রহমান রিপন, প্যানেল মেয়র কাউন্সিলর আবুল কালাম আজাদ, কাউন্সিলর খান মোহাম্মদ সেলিম, উপজেলা ছাত্র লীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া, দৈনিক মুক্তখবর ও ভোরের কুমিল্লার বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম সাংবাদিক নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সন্মানিত অতিথিরা, আয়োজিত অনুষ্ঠানে ৭ই মার্চের ঐতিহাসিক পেক্ষাপট তুলে ধরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাষণের নিয়ে তৎকালীন পেক্ষাপট তুলে ধরে আলোচনা সভা ও স্থানীয় শিল্পী গোষ্ঠীর মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান করে আনন্দ মুখর পরিবেশে কেক কেটে উদযাপন করা হয়।