প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২১ , ৫:১৫:১৩ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: দেশের ডিজিটাল সংবাদমাধ্যমের কল্যাণে কাজ করা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব বরিশাল অনলাইন প্রেসক্লাবেকে তাদের অন্তর্ভুক্ত করে অনুমোদন দিয়েছে।সোমবার বিকেলে বাংলাদেশ অনলাইন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তীতে বিষয়টি নিশ্চিত করে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তিতে বরিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি খান রুবেল এবং সাধারন সম্পাদক রিপন হাওলাদারসহ ৬২ সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে সদস্যরা হলেন, সহ-সভাপতি আরিফিন তুষার(দখিনের মুখ), সহ-সভাপতি সোহেল মোল্লা (প্রিয় বরিশাল), সহ-সভাপতি রিফাত আবরার (দখিনের খবর ডট কম), যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান (বরিশাল ক্রাইম ট্রেস), যুগ্ম সম্পাদক ফিরোজ গাজী(ডেইলি আজকের বার্তা), সাংগঠনকি সম্পাদক প্রিন্স তালুকদার (সকাল সংবাদ), দপ্তর সম্পাদক মজিবর রহমান নাহিদ(বার্তা বরিশাল), উপ-দপ্তর সম্পাদক মিরাজ সিকদার (সাহসী সংবাদ), প্রচার সম্পাদক মুরাদ হোসাইন(বরিশাল ক্রাইম বার্তা), উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসান রিমু (বরিশাল ক্রাইম এলার্ট), আইটি সম্পাদক ইঞ্জিনিয়ার জিহাদ রানা (বরিশাল মেইল), শিক্ষা বিষয়ক সম্পাদক এইচ আর হীরা (খবর বরিশাল) মহিলা বিষয় সম্পাদক সুমাইয়া জিসান (দেশপত্র ২৪), ক্রিড়া সম্পাদক সাকিবুল হৃদয় (সত্য সংবাদ ডট কম), সমাজকল্যান সম্পাদক এম আর শুভ (একুশে আলো), অর্থ সম্পাদক মেহেদী হাসান খান (দেশ কন্ঠস্বর), সাংস্কৃতিক সম্পাদক কাজী আল আমিন (সংবাদ সপ্তাহ), সহ-সাংস্কৃতিক সম্পাদক রিফাত ইমরান (বরিশাল রিপোর্ট ২৪), ধর্ম বিষয়ক সম্পাদক শাওন খান (বরিশাল রিপোর্ট), কার্যনির্বাহী সদস্য এমকে রানা (বিজয় সংবাদ), কার্যনির্বাহী সদস্য এম বশির (জনতার খবর), কার্যনির্বাহী সদস্য মারুফ হোসেন (আজকের তালাশ), কার্যনির্বাহী সদস্য রিয়াজ পাটোয়ারী (আকাশ বাংলা), কার্যনির্বাহী সদস্য পলাশ চৌধুরী (বাংলার মুখ), কার্যনির্বাহী সদস্য নওরোজ কবীর (ধাঁনসিড়ি নিউজ), কার্যনির্বাহী সদস্য আম্মার হোসেন (ক্রাইম টাইমস), কার্যনির্বাহী সদস্য তানভির আহমেদ অভি (দখিনের বার্তা), সদস্য নাছির উদ্দিন (বিজয় নিউজ), সদস্য সৈয়দ মেহেদী হাসান (বরিশাল ট্রিবিউন), জে খান স্বপন (রাইজিং বিডি), সদস্য সাঈদ পান্থ (রিপোর্ট ৭১), সদস্য মাসুদ রানা (বরিশাল পিপলস), সদস্য আল-আমিন জুয়েল (বিএসএল নিউজ), সদস্য আরিফ হোসেন (আমার বরিশাল), সদস্য হুমায়ন কবির রোকন (ডেইলি মতবাদ), সদস্য অনিকেত মাসুদ (পি নিউজ), সদস্য মশিউর রহমান (বিএসএল নিউজ), সদস্য গোলাম মাওলা শান্ত (দাবানল নিউজ), সদস্য রেদোয়ান রানা (বরিশাল সিটি নিউজ), সদস্য সাঈদ পান্থ (রিপোর্ট ৭১), সদস্য মাসুদ রানা (বরিশাল পিপলস), সদস্য আসিসুর রহমান (ক্রাইম সিন ২৪), সদস্য সঙ্গিত আহমেদ মিনার (হ্যালো বরিশাল), সদস্য সুব্রত বিশ্বাস (বরিশাল মুক্তখবর), সদস্য এইচ এম হেলাল (ভয়েস অব বরিশাল), সদস্য নাঈম ইসলাম (ডেইলি আগমনী), সদস্য অলিউর রহমান(সকালের বার্তা), সদস্য লিটন বায়জিত (বরিশাল প্রেস), সদস্য মাহাদী হাসান(বরিশাল রূপান্তর), সদস্য পারভেজ মল্লিক (বরিশাল ট্রিবিউন), সদস্য চাঁন আকন (আজকের তালাশ), সদস্য মো. খান তুহিন (বরিশাল সংবাদ) সদস্য সাজ্জাদ হোসেন হৃদয় (ডেইলি চন্দ্রদীপ), সদস্য এস এল টি তুহিন (নিউজ জি ডট কম), সদস্য খান মাইনউদ্দিন (দখিনের কন্ঠ ডট কম), সদস্য মো. আমিন (বরিশালের ডাক), সদস্য শাখাওয়াত হোসেন (ক্রাইম ফোকাস), সদস্য ইমরান হোসাইন (বরিশাল রাইট নিউজ), সদস্য এনামুল হক মুন্সি(জনপত্র ডট কম), সদস্য সাব্বির আহমেদ (বরিশাল টিভি), সদস্য নাজমুল হক মুন্না (প্রতিদিন নিউজ), সদস্য শাহাদাত হোসেন (ডেইলি বাংলার ক্রাইম ২৪), সদস্য মামুন হাওলাদার (বাংলার ক্রাইম বার্তা) সদস্য এইচ এম মনিরুজ্জামান (জনতার কথা), সদস্য মনির হোসেন (স্বপ্নের বাংলাদেশ), সদস্য শাকিল মাহমুদ (নিউজ স্টার ২৪), সদস্য খান আব্বাস (একুশের চোখ), সদস্য অনীক ইসলাম রানা (দৈনিক বরিশাল সংগ্রাম)।
অনুমোদনকৃত নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি সাগর চৌধুরি। এই কমিটিকে তাদের অর্ন্তভূক্ত করা হয়েছে বলেও প্রেসবিজ্ঞপ্তীতে নিশ্চিত করেন।
উল্লেখ্য, বাংলাদেশে অনলাইন প্রেসক্লাব সারাদেশের ডিজিটাল সংবাদমাধ্যম ও সাংবাদিকদের কল্যাণে বিগত কয়েক বছর যাবৎ কাজ করে যাচ্ছে।