প্রতিনিধি ৯ মে ২০২১ , ৫:৪৭:৩৭ প্রিন্ট সংস্করণ
বরিশালে শ্যাম্পুর মূল্য কম না রাখায় এক ফার্মেসি মালিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দেওয়ার অভিযোগ উঠেছে এক সার্জেন্টের বিরুদ্ধে।
শনিবার রাতে নগরীর বান্দ রোডের হাওলাদার ফার্মেসির সামনে অবৈধভাবে পার্কিং করা মোটরসাইকেল চালক ও ফার্মেসি মালিক খলিলুর রহমানের বিরুদ্ধে এ মামলা দেওয়া হয়।
ঘটনার সময় ওই স্থানে একাধিক মোটরসাইকেল অবৈধ পার্কিংয়ে থাকলেও সেই গাড়িগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীর।
ভুক্তভোগী খলিলুর রহমান বলেন, শনিবার সকালে শেবাচিম হাসপাতালের সামনে তার মালিকানাধীন হাওলাদার ফার্মেসিতে নিজোডার শ্যাম্পু কিনতে আসেন সার্জেন্ট শহীদুল ইসলাম। এ সময় শ্যাম্পুর দাম ২৩০ টাকা চাওয়া হয়। সার্জেন্ট শহীদুল দাম কমিয়ে রাখার জন্য বললে তিনি ১০ টাকা দাম কমিয়ে দেন। কিন্তু সার্জেন্ট শহীদুল দোকানদারের কেনা দামে শ্যাম্পু নিতে চান।
এ নিয়ে দরকষাকষির এক পর্যায়ে ২২০ টাকায় শ্যাম্পু নিয়ে যাওয়ার সময় তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন দোকানদার খলিলুর।
ঘটনার জেরে রাতে ফার্মেসির সামনে পার্কিং করা খলিলুর রহমানের মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান সার্জেন্ট শহীদুল ইসলাম। এ সময় মোটরসাইকেল অবৈধ পার্কিংয়ের দায়ে তার বিরুদ্ধে তিন হাজার টাকা সমমানের মামলা দেওয়া হয়। আশপাশে আরও অর্ধশত মোটরসাইকেল অবৈধ পার্কিংয়ে থাকলেও ওই যান চালকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীর।
একই সময় ওই ফার্মেসির সামনে মোটরসাইকেল রেখে এক ক্রেতা দোকান থেকে ওষুধ কিনছিলেন, তাকেও অবৈধ পার্কিংয়ের অভিযোগে তিন হাজার টাকার মামলা দেওয়া হয়।
ট্রাফিক সার্জেন্ট শহীদুল ইসলাম দরকষাকষি করে শ্যাম্পু কেনার কথা স্বীকার করে বলেন, শনিবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীর আমতলা মোড়, মেডিকেলের সামনে দায়িত্ব পালন করেছি। ওই সময় রাস্তায় যানবাহনের চাপ ছিল। সড়ক নির্বিঘ্ন রাখতে রাত ৮টার দিকে অবৈধ পার্কিংয়ে থাকা দুই মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কাউকে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মামলা দেওয়া হয়নি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার বলেন, ভুক্তভোগী ব্যক্তি আমাদের কাছে কোনো অভিযোগ দেননি। বিষয়টি শুনেছি, তদন্তও চলছে। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তিগত আক্রোশ মেটাতে কেউ পুলিশ বাহিনীর ক্ষমতার অপব্যবহার করলে প্রশ্রয় দেওয়া হবে না।