প্রতিনিধি ১৭ জুলাই ২০২১ , ২:৫৬:০৭ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক॥ আগামী ২১শে জুলাই অনুষ্ঠিত হবে মুসলিম ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-ঊল-আযহা। কোরবানী এই ঈদ উপলক্ষে ইতিমধ্যে বরিশালের বিভিন্ন স্থানে শুরু হয়েছে পশুরহাট।
চরমোনাই গরুর হাট বরিশাল সদরের মধ্যে অন্যতম বড় গরুর হাট। এই হাটে দূরদূরান্ত থেকে গরু কিনতে আসে মানুষ।
চরমোনাই গরুর হাটে প্রতিটি গরুর ইজারা মূল্য ১শ’ টাকা, এছাড়া প্রতিটি খাসির ইজারা মূল্য ৫০ টাকা। এই গরুর হাটে ইজারার মূল্য কম হওয়ায় বরিশালের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসেন গরু কিংবা খাসি কিনতে।
তবে চরমোনাইর বেলতলা খেয়াঘাটে খেয়ায় কোরবানীর গরু পারাপারে ভোগান্তিতে পরতে হয় ক্রেতাদের। ঘাট ইজারাদারদের খামখেয়ালীপনার কারনে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে ক্রেতাদের। প্রতিটি গরু পারাপার করতে ঘাট ইজারাদারদের দিতে হয় দেড়শ থেকে দুইশ টাকা করে।
মিরাজ মুন্সি নামে এক ক্রেতা জানান, চরমোনাইর গরুর হাট থেকে ৭০হাজার টাকা দিয়ে কোরবানীর একটি গরু কিনে আনলাম, এতে খানজা দিতে হয়েছে ১শ’ টাকা আর বেলতলা ঘেয়াখাটে গরু পারাপার করতে দিতে হলো দেড়শ টাকা। এতো খাজনার চেয়ে বাজনা বেশি!
বেলতলা খেয়াঘাটের ইজারাদারদের বিরুদ্ধে যাত্রী হয়রানীর অভিযোগ দীর্ঘদিনের। সর্বশেষ করোনাকে পুঁজি করে কয়েকগুণ ভাড়া বৃদ্ধি করার অভিযোগ উঠেছে।