Uncategorized

বরিশালে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৯ উদযাপিত

  প্রতিনিধি ২ অক্টোবর ২০১৯ , ২:৩৬:০৩ প্রিন্ট সংস্করণ

 

বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা এই স্লোগান নিয়ে আজ ২ অক্টোবর বুধবার সকাল ১০ টায়। জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে, ন্যাশনাল প্রোডাকটিভিটি অরগানাইজেশন (এনপিও) শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নগরীর সার্কিট হাউজ চত্বরে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমানসহ আমন্ত্রিত অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৯ এর শুভ উদ্বোধন করেন। সেখান থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল, ডঃ মোঃ নুরুল আলম, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল, হরিদাস শিকারী, জেনারেল ম্যানেজার কেমিস্ট ল্যাবরেটরিজ লিঃ বরিশাল, কাজল ঘোষ, সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরী, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরপর অতিথিরা জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা করেন।

আরও খবর

Sponsered content