প্রতিনিধি ২৭ মার্চ ২০২২ , ৩:২১:৪১ প্রিন্ট সংস্করণ
রণাঙ্গনের মুখপত্র ‘বিপ্লবী বাংলাদেশ’ পত্রিকার অর্ধশত বছর পূর্তি ও একাত্তরে মুক্তযুদ্ধকালীন কর্মরত সাংবাদিক-মুক্তিযোদ্ধাদের মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে।
মহান স্বাধীনতা দিবস ২৬ শে মার্চ বিকেলে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে পত্রিকাটির অর্ধশত বছর পূর্তি পালন এবং ৫ জন কলম সৈনিক বীর মুক্তিযোদ্ধাকে মরণোত্তর সন্মাননায় ভূষিত করা হয়।
দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার উদ্যোগে ৫ জন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিককে মরণোত্তর সন্মাননা প্রদান করেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ। স্ব স্ব পরিবারের সদস্যরা সন্মাননা গ্রহন করেন।
মরণোত্তর সন্মাননায় ভূষিত হলেন, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ হোসেন কালু, বীর মুক্তিযোদ্ধা সুধির সেন, বীর মুক্তিযোদ্ধা মিন্টু বসু, বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহম্মেদ।
এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মানবেন্দ্র বটব্যাল, বীর মুক্তিযোদ্ধা তপন চক্রবর্তী, এ্যাড. সাংবাদিক মু. ইসমাইল হোসেন নেগাবান, প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
উপস্থিত ছিলেন প্রেসক্লাব সদস্য সিনিয়র সাংবাদিক তপংকর চক্রবর্তী , বিপ্লবী বাংলাদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তালুকদার মো: সোহেল, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী ,সাংবাদিক কাজল ঘোষ, প্রেসক্লাব সদস্য কমল সেনগুপ্ত, প্রেসক্লাব সদস্য জাকির হোসেন, প্রেসক্লাব সদস্য রাইসুল ইসলাম অভি প্রমুখ।
প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আল মামুনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক দেবাশীষ চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক গোপাল সরকার, বীর মুক্তিযোদ্ধা সুধির সেনের পুত্র শুভ সেন, বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের পুত্র আব্বাস হোসেন, বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সহ সম্পাদক স্থপতি আহমেদ নূরুল হাসান সাক্ষর।
স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা লিটু কর্মকার।