দেশজুড়ে

কলাপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ও কর্মীর উপর হামলার অভিযোগ

  প্রতিনিধি ৩০ মে ২০২২ , ৪:৪৬:১৯ প্রিন্ট সংস্করণ

কলাপাড়া প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়া ধুলাসার ইউপি নির্বাচন ধিরে ধিরে উত্তপ্ত হয়ে উঠছে। এরই মধ্যে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস মর্কার প্রচার গাড়ী ও লোকজনের উপর হামলা করেছে মো: ইনু মৃধার নেতৃত্বে নৌকা মার্কার সমর্থকরা।

 

রোববার শেষ বিকেলে ২নং ওয়ার্ডে ধুলাসার গ্রামে এ হামলা চালিয়ে আনারস মার্কার প্রচার মাইক বন্ধ করে দেয়। এবং আগামী দিন গুলোয় প্রচার না করার হুমকী দেয়। এব্যাপরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কর কেএম মেহেদী হাসান প্রিন্স খলিফা উপজেলা নির্বাচন আফিসার ও রিটানং কর্মকর্তার কাছে আভিযোগ দিয়েছে। আগামী দিনগুলোতে নির্বচনী আচরন বিধি মেনে সুষ্ঠু শান্তি পূর্ন ভাবে নির্বাচনী প্রচার প্রচারনা চালাতে তার ব্যবস্থা নেয়ার দাবি জানান।

 

 

এব্যাপরে অভিযুক্ত মো: ইনু মৃধার সাথে যোগাযোগ করা হলে তিনি তিনি বলেন, আমি বলেছি এখন নৌকা মার্কার মিছিল হবে মিছিলের পর তোমরা প্রচার চালাবা। তবে তাদের বাঁধা কিংবা মারধর করিনি।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা আব্দুর রশিদ সংবাদকর্মিদের জানান, অভিযোগ পেয়ে তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content