প্রতিনিধি ৬ আগস্ট ২০১৯ , ৪:৩৭:৩৫ প্রিন্ট সংস্করণ
স্বাধীনতার মহানস্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবৃর রহমানের ৪৪ তম শাহাদাৎবার্ষিকী পালন উপলক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিসিসির এ্যানেক্স ভবনের সভা কক্ষে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ কমর্সূচি গ্রহন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বিসিসির প্যানেল মেয়র গাজী নঈমূল হোসেন লিটুসহ অন্যান্য কাউন্সিলররা অংশ নিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী পালনের উপর গুরুত্বারোপ করেন। সভায় গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট প্রতুষ্যে জাতীয় পতাকা অর্ধনমিতকরন, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, সকাল ১০টায় শহীদ সোহেল চত্বরে’ পাবলিক স্কয়ারে শেবাচিমের বঙ্গবন্ধু ক্লাবের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বেলা ১১টায় বরিশাল ক্লাবে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন, বাদ আছর নগর ভবনে ১৫ আগস্টের কালো রাত্রের শহীদদের স্মরনে দোয়া মোনাজাত। গতকাল অনুষ্ঠিত সভায় জাতীয় শোক দিবস পালনে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহবায়ক ও প্যানেল মেয়র- ২ রফিকুল ইসলাম খোকনকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।