সকল বিভাগ

ঝালকাঠিতে জেলা কৃষক দলের নেতৃবৃন্দকে সংবর্ধনা

  প্রতিনিধি ৬ জুন ২০২২ , ১১:২৩:০৪ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির বিনয়কাঠি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জেলা কৃষক দলের নবগঠিত কমিটির সুপার ৫ নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

রবিবার ৫ জুন বিনয়কাঠি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও যুবদলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম নয়নের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদীর হোসেন, প্রধান বক্তা সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু, সিনিয়র সহ সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম টুটুল সহ ইউনিয়ন বিএনপি’র ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

নেতৃবৃন্দ কে ফুল দিয়ে বরণ করে নেন বিনয়কাঠি ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা দলকে আগামী নির্বাচনে ক্ষমতায় নেয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এসময় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।