সকল বিভাগ

বিএমপির নবনিযুক্ত কমিশনার জিহাদুল কবিরের দায়িত্বভার গ্রহণ

  প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৩ , ১:৩৫:৩৯ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম দায়িত্বভার গ্রহণ করেছেন। পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের হেড কোয়ার্টারে নিজ কার্যালয়ে এ দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় নবনিযুক্ত বিএমপি কমিশনার দায়িত্বভার গ্রহণ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

 

দায়িত্বভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মোঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতি প্রাপ্ত) রুনা লায়লা সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। উল্লেখ্য সম্প্রতি, বিএমপির কমিশনার মোঃ সাইফুল ইসলাম বদলী হওয়ায় এ পদটি শুন্য হয়।

আরও খবর

Sponsered content