প্রতিনিধি ৩ নভেম্বর ২০১৯ , ১:৪২:৫২ প্রিন্ট সংস্করণ
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্যবন্দর মহিপুর এবং কুয়াকাটায় শনি ও রবিবার বিকেলে দু’টি মৎস্য আড়তের সামনে থেকে ১৮ মন জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এদের মধ্যে কুয়াকাটার গাজী ফিস থেকে তিন মন জাটকা জব্দ করা হয়। এসময় এ আড়তের ম্যানেজার মো.রাকিবুল সিকদার (৩৬) কে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া মহিপুর অপর একটি মৎস্য আড়তের সামনে পতিত অবস্থায় ১৫ মন জাটকা পাওয়া গেলেও এর কোন মালিকানা পাওয়া যায়নি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ কুমার দাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সোহেল আহম্মেদ। পরে জাটকা ইলিশ গুলো স্থানীয় এতিমখানায় দুস্থদের মধ্যে বিতরন করা হয়।