প্রতিনিধি ১ ডিসেম্বর ২০১৯ , ১২:৪১:৫৭ প্রিন্ট সংস্করণ
=========>
বরিশাল রুপাতলি হাউজিং এ নিউনেস ল্যাবরেটরী স্কুল কর্তৃক শীতের শুরুতে “মা” সমাবেশ এর আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল সন্তানের মেধা বিকাশ বিনির্মাণে মায়েদের ভূমিকা।
দীর্ঘ এক বছরের স্কুলের সফলতা নিয়ে ছাত্র-ছাত্রীদের অভিভাবক হিসেবে মায়েদের উপস্থিতি। প্রত্যেক মা তার সন্তানকে কিরূপে দেখেন? নিজ সন্তানকে নিয়ে কতটুকু স্বপ্ন দেখেন? শিশুদের মেধা বিনির্মাণের জন্য প্রত্যেক “মা” সে কতটুকু দায়িত্ব পালন করেন আগামীর পথচলায়?
সন্তানের সঠিক পরিচর্যা সুচি সহ প্রত্যেক মা সন্তানের পাঠদানকারী বিদ্যাপীঠে একটি লিপিবদ্ধ রচনাবলী জমা দেন।
প্রত্যেকের লেখনীতে সৌন্দর্য শৃংখলায় উপস্থিত মতামতে অভিভাবকদের কে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠান পরিচালনা কালীন সময়ে প্রত্যেক মা নিজ নিজ সন্তানের ছবি অংকন করেন। চিত্রাঙ্কন শেষে একেক করে অভিভাবকদের মতামত এই বলে প্রকাশ করেন যে, আমি আমার সন্তানকে আজ পিছন থেকে দেখেছি তাই তার পিছনের ছবিটা এঁকেছি, কেউ বা বলেন আমি পাশ থেকে দেখেছি তাই ওটুকুই এঁকেছি, কেউবা বলেন আমি আমার সন্তানের মুখ টুকু দেখেছি সামনে এসে দুষ্টামি করে চলে গিয়েছিল তাই ওই মুখ খানাই এসেছি। দারুন দারুন সব অনুভূতিতে অনুষ্ঠান শেষ পর্যায়ে সকল প্রতিভাবান অভিভাবকদেরকে পুরস্কৃত করে সকল অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে সুষম খাদ্য বন্ঠন করা হয়।
মা সমাবেশ অনুষ্ঠানের সভাপতির ও সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন, রুপাতলি হাউসিং নিউনেস ল্যাবরেটরী স্কুল এর প্রিন্সিপাল মোহাম্মদ আতিকুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মহিবুল্লাহ শাহিন চেয়ারম্যান নিউনেস ল্যাবরেটরী স্কুল, বিশেষ অতিথি মোঃ আবুল হোসেন সভাপতি রুপাতলি হাউসিং এস্টেট কল্যাণ সমিতি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপজেলা শিক্ষা অফিসার বেতাগী বরগুনা, অভিভাবকদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, শারমিন সুলতানা রাখী সহকারি পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এইচ আল-বান্না, সিইও পিক্সম্যাটিক এবং শারমিন চৌধুরী সভাপতি মেইনষ্পিং।